স্বাধীনতা কারে কয়?
দৃপ্ত পদক্ষেপ যার থাকে মন অকুতোভয়
শান্তির সুবাতাস - কোমল ফুসফুস জুড়ে বয়,
শঙ্কাহীন জীবন তার মৃত্যুকেও করে সে জয়।
স্বাধীনতা কিছু নয় - জয় করা ভয়,
মৌ মৌ সৌরভে ভ্রমরের গুঞ্জন লয়
ধানের শিষে লুটোপুটি খাওয়া দামাল বাতাস,
লাল-সবুজের কেতন হাতে কৈশোরিক উল্লাস।
ছিনিয়েছে কুয়াশায় - সূর্যের স্বাধীনতা?
রবে না চিরকাল ঢাকা জেনো আড়ালে তা
দশ প্রস্ত কাপড়ে যবে শীতকে করেছ কাবু
রবে কি গো - গৃহকোণে বসে হয়ে জবুথবু?
মুক্ত কর আজ আলোর স্বাধীনতাখানি -
অন্ধ কূপের বিবর থেকে টেনে ছিঁড়ে আনি
লুকোনো আলোর ধারা, ছড়িয়ে দাও উল্লাসে
উঠুক হেসে ভুবন তোমার সে আলোর প্রতিভাসে।
প্রদীপ্ত উচ্চারণে বলো, স্বাধীনতা আমার -
শিরদাঁড়া শক্ত করে সোজা হয়ে দাঁড়াবার
দিতে হবে পাড়ি ওহে, যেতে হবে আরো পথ।
আস্থা-সাবুদের খড়কুটোয় চলুক সে অগ্নিরথ।