সুখ সুখ, সুখের তালাশ করছ নাকি ভাই
গোটা জগৎ চষে তুমি সুখ পাবে না ছাই!
বিধি যারে সুখ দেয় তার সুখের অভাব কী?
জগৎ ভরা শুধুই যে সুখ, একটুও নেই ফাঁকি!
শিশুর পানে চেয়ে দেখ, পাগল ছাগল গাধা
কত্তো সুখে আছে তারা, ছোঁয় না হাসি কাঁদা।
সুনাম-যশ, ধন-দৌলত নয় তো সুখের ধারা
একটু সুখের তরে রাজাও হচ্ছে কেঁদে সারা।
সুখ যদি চাও বানাও রে ভাই সুখের কোষাগার
চেয়ো না হতে বিল গেটস্ আর টাকার আধার।
টুকরি 'পরে ঘুমায় যে জন - কত সুখে নিদ্রা যায়
সোনার পালঙ্ক শয্যা তবু অনিদ্রায় কর হায় হায়।
বসন্তের ফোটা ফুলে ঢেকে দাও সব বেদনার নীল
চোখে ধরো স্বপ্নের আকাশ তারা হাসুক ঝিলমিল।
বক্ষের দরোজা তোমার রেখো খোলা চিরতরে
ভালোবাসার সাথে যেন আলোও ঢুকতে পারে।
_______________________
🔯 চয়নিকা কাব্য সংকলন (পৃষ্ঠা-১৪) প্রকাশিত