নয়নে নয়ন মরমে গাঁথিয়া মন
একদিন তাহারে নেবো চিনি
কবিতা নদে ভাসিয়ে ডিঙা
আলাপন হবে নিশি দিনই।
ভ্রমর কূজনে বেঁধে মন আনমনে
আমরা দুজনে ভাঙাবো ফুলের ঘুম
মধুর আলাপনে কাটাবো শ্রাবণ
সুজনেরে নেবো বোঝে-চিনি।
সেই প্রিয়জন ছিলো যে আপন
মধুর হুলেই কষ্ট দিলো
কষ্টরা তাই আপন হলো,
ভুললো না পথ তাহার মতন।
ওই দুর্বহ মন পায় না যতন
হারিয়ে কাঁদে হৃদয়ের ধন
প্রেমের ছায়ায় না-মিলে মায়া
বেঘোরে হারায় স্বপ্ন জীবন।
যত ছিল স্বপ্ন, যত কল্পনা -
সবই তো তাহারে নিয়েই
তবে কেন আজ দখিনা মলয়
বিষাদে যায় সে ছেয়ে?
তির্যক বান ভাসায় প্লাবনে
খড়-কুটো যায় সব ভেসে
যাযাবর পানার নিরুদ্দেশ পাড়ি
হয় না স্থাবর ভালোবেসে।