উফ্, কী ঘুটঘুটে অন্ধকার!
ডানহাত দেখে না বামহাতের ষড়যন্ত্র
তবু সতীর্থ সব্যসাচী চলে - আত্মা হরিহর।
কে কাকে করবে ভয়?
রাখবে ধরে আস্থায় বিলক্ষণ -
সময় মত একই পাত্রের সুধা-কর!
তোমাতেই আমি বিলীন, আমাতেই তুমি
ছিঁড়ে খাই গোত্র-মাংশ-লহু
অনন্ত ক্ষুধায় যখন জ্বলে চরাচর!