সভ্যতার জয়রথে; মানুষ এখন যাচ্ছে চড়ে
পালকি-পানসী-গরুর গাড়ি? ঠাঁইতো নেই জাদুঘরেও!
নভোযানে যায় চাঁদের দেশে, প্রতিবেশী গ্রহান্তরে
পাশের ফ্লাটের প্রতিবাসী আজ চিনি না তাদের।
সাফল্য আর সুখের নামে বাড়ছে কোলাহল
বন হচ্ছে মহানগর আর পাহাড় হচ্ছে নদী
ভোগের নামে করছি পান নিরেট হলাহল।
পলকা সময় পলকেতেই পাল্টে যাচ্ছে বিষম,
পাল্টে যাচ্ছে মনন-রুচি জীবনধারা চিন্তা বিবেক
সমাজ-রাষ্ট্র মূল্যবোধ আর সুখ স্বপনের পশম
স্বর্গ এখন হাতের মুঠোয় জীবন 'ড্যাম কেয়ার'
বদলে গেছে ভূষণ-ভাষণ সম্পর্কের বোধন
হালের নেশায় পালের নৌকা হারিয়েছে পথ
ক্ষয়ে যাচ্ছে মাটির বাঁধন আলগা নিবিড় পেষণ।
আলগা গাছের শেকড়, ঘিরছে নতুন আচার
ত্যাগের চেয়েও খরচ দশগুণ ত্যাগের প্রচারনায়
আত্মকেন্দ্রিক নেশার ঘোরে হচ্ছি ক্রমেই অসার।
ভাই চেনে না ভাইকে আজ সন্তান বাপ ও মায়
মুখ থুবড়ানো মনুষ্যত্ব, ন্যুব্জ ঋজু বদন
দিনে দিনে ভাঙছে দেখি মানব নদীর পাড়
ভিত হারিয়ে মানবিকতার হচ্ছে ক্রমেই পতন!