শব্দের শবাধারে বসেছে একি পৌষের মেলা!
ভাবের পাখিরা উড়ো উড়ো, ভিড়ে না কাছে
নিরন্ন রাতের শিশির ভেজায় কেবল কবিতার খাতা
সর্বনাশা খরায় পুড়ে কবিতা প্রহর।
ডাহুক তিথীরা দিয়েছে পাড়ি মেঘের খেয়ায়
লাজুক আকাশ আঁচলে গুঁজেছে মুখ নামে না ধরায়
ঘুমহারা একা কবি, নিদখরা চোখ দুটি জেগে
তারা গোনে দুই.. তিন... করে হাহাকার।
উদ্দাম শরৎ দিয়েছে জড়িয়ে লাজের চাদর শ্রাবণের গায়
তিতির ধরেছে গান ময়ূর ছেড়েছে পেখম
আনমনা শিশিরের বিনম্র পটে চাঁদের রূপালি আভা
শিস্ তোলে ভাদুরে প্লাবন ছুঁয়ে আসা বাতাসের ঠোঁটে।
সায়াহ্ন-কাল -
যাপিত জীবনে যখন থামে সব কোলাহল
কেউ তো খোঁজে না –
কী ছিলো জীবনের রূপ কি'বা পরিমল
বিরহের চর - অথৈ পাথার বুঝি নেই বাড়িঘর
বৈরী স্রোতে পা ডুবিয়ে কাটায় কবি বিপন্ন প্রহর...
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
★ কবিতাটি আমার সম্পাদিত 'কাব্য কৌমুদী' (পৃষ্ঠা-১০) ২০১৬, সংকলনে প্রকাশিত।