অবোধ আনন্দের আশে তাকাই শূন্য দূরাশায়
কামনার রেশমীপথে আছি বসে তারই অপেক্ষায়।
ভালবাসার পাশের ঘরেই অভিমানের বাস!
অভিমান সে মান না পেলেই ঘটে সর্বনাশ।
উষ্ণ ঠোঁট আর মরাল গ্রীবা চিত্রপটে আঁকা
সুর সারথী বংশী হাতে নেই তো তার দেখা
চিৎপুরে যে ঝড় উঠেছে রোধবো কিসে বলো
সোহাগরেণু ছড়িয়ে বারেক আশা-প্রদীপ জ্বালো।
পাতা ঝরা ফাগুন দিনে মন পুড়ে হয় খাক
প্রিয় সখার মধুর ছোঁয়া - অন্ধ পথের বাঁক।
নিঝুম দুপুর যায় গড়িয়ে ভ্রমর পাখায় চড়ে
ছটফটিয়ে মরছি একা নিঃস্ব ভবের নীড়ে।
দুচোখ জুড়ে রঙ লেগেছে নিদ হয়েছে দূর
মন পেলে তো রঙ জড়িয়েই হারাই মধুপুর।
মন জেগেছে কার প্রতি আজ চরম অনুরাগে
চলবেনা তো হেলাফেলা সুজনসখার সংরাগে।
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-৬০) কাব্যগ্রন্থে প্রকাশিত।