তেলে-জলে পোষা বহুদিনের লালিত সখের সুখগুলোকে
সুদৃশ্য এক রঙিন মোড়কে আটকে রেখেছিলাম।
দুঃখ নামের বজ্জাত পিঁপড়েরা কখন জানি এসে খেয়ে গেছে,
কেটে কুটে ঝাঁজরা প্রায়, জোড়া দিয়ে দিয়ে কোন ভাবেই
তার অবয়ব আর ঠিক করতে পারছি না।
মুক্ত গবাক্ষে যেটুকু আলো আসে –
জুড়ন ফোঁড়নের কাজটুকু চলছে না তাতে আর
তাই, পত্রিকায় ভাড়াটে পাতকের খোঁজ করছি
হায়, সেখানেও দেখছি উইপোকার রমরমা ব্যবসা
দিব্বি করপোরেট অগ্রাসন!মহাজনী কারবার!
কী উন্নাসিক কথা - পিঁপড়ে ওদের অভিধানে নেই!
ওদের ব্যবসার পুরোটাই নাকি বল্মীক অগ্রাসনে সুস্থিত
ইঁদুরের ব্যাপারে সুপারিশ চাইলে নাকি ওরা
সংবিধানের পরবর্তী সংশোধনীতে পরিমার্জনের সুপারিশ রাখতে পারে
আপাতত সে ভরসা ছাড়া আর কোন উপায় দেখছি না।
🔯 কবিতাটি "দ্বাদশ রবির কর" (পৃষ্ঠা - ০৭) কাব্য সংকলনে প্রকাশিত।