সময়ের নদী কোথা যায় রে বয়ে?
বাসনা ফুরায় হেথা দিবসের পদমূলে
তোমার গহন মায়ার ছলে
স্রোত ভুলে যায় চপল নদী
তোমার কথার তীক্ষ্ণ বাণে
ভাবনা হারায় অতল তলে।
সময়ের নদী কোথা যায় রে বয়ে?
নিশীথ আলোর পিঙল হাসি
জাগায় মায়া কুহকিনীর
স্মৃতির চাদর কাছে টানি
মধুপ হাসে বাহানার ছলে
গুঞ্জরণে যায় গেয়ে ওই
ষড়-সরিষার পরাগ পানে
সময়ের নদী কোথা যায় রে বয়ে?
ওই চাহনীর হীরের ছুরি
প্রাণখানা মোর যায় রে উড়ি
হৃদয়ের দুয়ার ঠেলি বিজনপুরী
সোহাগের আরশি হাতে এলে কাছে
মাখবো রেণু পায়রা ঠোঁটে
মাধুরীর পরাগ ঢেলে... মরি মরি
সময়ের নদী কোথা যায় রে বয়ে?
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-৩৫) কাব্যগ্রন্থে প্রকাশিত।