ওরা আসে -
ঘুরে ফিরে শোষিতের রক্তবীজে।
ওরা আসে -
ঘামে ভেজা কিষাণের সুখ কেড়ে নিতে।
ওরা পোষে -
নালায়েক চাটুকার তোষি জানোয়ার।
ওরা হাসে -
কালো জোছনায় অবলার রক্ত নিয়ে।
ওরা অমানুষ -
রক্তলোভী হায়েনার নগ্ন দোসর।
ওরা প্রেতপোষ -
রক্তমাংশে গড়া সাক্ষাৎ নরপিশাচ।
গড়ো প্রতিরোধ -
রুখো ওদের দন্ত-নখের ধারালো ছোবল।
নাও প্রতিশোধ -
সরোষে দাঁড়াই এসো মৈত্রী পতাকা তলে।
কর না তাড়া -
একটিবার ওদেরে - ভুলে ডর দ্বিধা ভয়,
দেখবে পথ কুকুর -
কুঁকড়ে যায় কেমন তোমার লাঠ্যাঘাতেই!
একটি বার যদি -
রুখে দাঁড়াও গোটাবেই লেজ নিশ্চিত জেনো,
মনে রেখো তবে -
অন্যায় যে করে ও সহে, দুইই সম ধিকৃত হবে।