অনেক সরল কথা যেমন স্পষ্ট করা যায় না
তেমনি অনেক ভালোলাগাও ভালোবাসা হয় না!
নিরাশার দ্বন্দ্ব বাঁধি আশার শেকলেতে
যুগপৎ হেঁটে চলা আলো আঁধারীতে!
চোখ দুটি জেগে থাকে কার প্রতীক্ষায়
অনুরাগের পাপড়ি মেলে খুঁজে কি সে দূর মলয়ায়?
হৃদয়ের উপত্যকায় ছায়া পড়ে কার নিতি
ভালোবাসা প্রীতিমূলে জেগে উঠে স্বপ্নালু স্মৃতি!
নদীর কাছে গিয়েছিলাম - চাইতে খানিক জল
নদী বলে; পাতকুয়োতে জল করে টলমল!
কোথায় কি জল মিলে জানতে আসিনি
নদীজলের তুলনা তাই করতে পারিনি!
মেঘের কাছে কেঁদে বলি; দাও না খানিক বৃষ্টি
মেঘ বলে দ্যাখ – আছেই খানিক চাতকের পুষ্টি!
কোকিল গো, খয়েরী বসন্তের হলো যে অবসান
কুহু-স্বরে ডেকো না তো আর সারা দিনমান!
সুখের বাসরে বুঝি রাত কাটে প্রহর সম
দুঃখের আসরে দেখ দিবসও হয়; বর্ষতম!
হলেম নাহয় মুক-বধির দুচোখ বোজে অন্ধ
তারপরেও হয় যেন গো প্রলয় মাতম বন্ধ!!
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-৫১) কাব্যগ্রন্থে প্রকাশিত।