'ছেঁড়া কাঁথায় শুয়ে বোনা লাখ টাকার স্বপ্ন'
শুনতে এখন ভারি ফানি লাগে।
অথচ, একদা ছিল তা-ই প্রজন্ম বিকাশের মন্ত্র!
কত যে স্বপ্ন বাস্তবকে হার মানিয়ে দিব্য-বিভায়
চড়িয়ে দিয়েছে স্বপ্নবিলাসী মানুষকে
তার সৌভাগ্যের সপ্তাকাশে -
আজ ছিমছাম ফিটফাট পিতল পলিশ,
ক্লেদ-ক্লেশ কিছু এর ছিটেফোঁটা নেই অবশিষ্ট!
ঘাম শরীরের আঁশটে চুকা গন্ধ -
সময়কার নেশা জাগানিয়া সুখের হাঁড়িয়া,
ভাল লাগার মাতাল আমেজ।
ফরাসি সৌরভের কস্তুরীত এসেন্স
যেন তা-ও নিয়েছে কেড়ে।
ছেঁড়া কাঁথার বনেদী ওম বেমালুম বেদখল!
তলিয়ে গেছে সবই তার
ঝাঁকালো কম্বলের বিলাসীত ভারী পশমের নিচে।
ঘর্ষিত জীবনের মসৃণ চাকা গিয়েছে থেমে,
ক্ষুণ্নিবৃত্তির ব্যস্ত মাকুটি আর করে না মাতম
সময় পরিক্রমায় স্বপ্নাবাদী সে ই বার্ধক্যে পতিত
নিঃসঙ্গ - একাকী জীবন, অথর্ব, অসহায়...
স্বজনের চেয়ে গাছ-পালা বন-পাখি
আজকাল বড় বেশিই আপন।
ঢাঁই হয়ে পড়ে থাকা গৃহকোণের ময়লা কাপড়
দাম তার সংসারে এর বেশি নয়।
এই সেই মানবজমিন -
বাস্তবের গ্যাঁড়াকলে পতিত জীবন
অতঃপর; একদিন সে চলে গেলে,
হাসিমুখো ছবি তার স্মৃতি হয়ে রবে।