স্মৃতির ওই শার্শি ধরে ধূসর এক আর্শি জাগে
কুহকের ঈশান-কোণে স্মৃতিরা যায় যে উড়ে
স্মরণের আঙ্গিনায় আঁকা স্মৃতিদের আলাপনে,
আবেগের কন্ঠস্বর - অপলাপে যায় যে ভেসে,
বিষাদের সামিয়ানায় যায় ঢেকে যায় হৃদয়-প্রসূন।

ওই স্বজন বিথীর তলায় অসময়ের বাঁশি;
পারি না রাখতে যে নিজেকে ধরে
এইসব দিনগুলো হয়তো একদা নীরবে রবে
কথামালা, কলতান যাবে ঢেকে স্মৃতির ধুলিতে
চড়ুই দম্পতি পাতবে সংসার হৃদয়ের ঘুলঘুলিতে।

প্রেমহীন ভালবাসায় যতই করি না সুখের আশা
যাপনের কোশেশ-কলা, পথচলা - বৃথা হয়ে যায়!
দূরের প্রদীপ দেখে মিলে গো যদি উত্তাপও কিছু,
আশার প্রদীপ জ্বালিয়ে রাখি; হোক যত নিভু নিভু
আবার না হয় আসবো ফিরে স্মৃতি এই শার্শি ধরেই।
____________________
⭐ কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-৩৬) কাব্যগ্রন্থে প্রকাশিত।
⭐ কবিতাটি "অরুণোদয়" (পৃষ্ঠা-৩২) কাব্যগ্রন্থে প্রকাশিত।