শ্রাবণ মেঘেরা রোদ পোহাতে এসেছিল
এপারের গড়াই মধুমতি আড়িয়াল খাঁর চরে।
বিকালের সোনারোদ গায় মেখে
কালকেশী ঝুরু মেঘেরা দল বাঁধে;
ঝুম ঝুমা ঝুম নেচে গেয়ে
মুখ থুবড়ে পড়ে অবশেষে
হলদিয়ার চরে, মাঠে প্রান্তরে।
পদ্মার তীরে বালিয়াড়ি জুড়ে
যমুনার চর যেথা উঠেছিল ফুঁসে
আলুলায়িত কাশবন প্রণয়িনী বেশে
শুয়েছিল মগ্ন প্রতীক্ষায়, তবে
নিঃসঙ্গ দুপুরে কিছু সুখও এসেছিল
সমপ্রত্যয়ে আলেয়ার বেশে?
দেখতে তারে দাঁড়িয়ে থাকি মেঘের আড়ে
সময় ভারে ন্যুব্জ কোমর হয় না সোজা।
শূন্য এ ঘর রিক্ত করে
যায় যদি মন বাঁধন ছিঁড়ে
তাড়িয়ে দাও ভাবনাগুলো দূর বিদেশে
কিছু কিছু স্মৃতির পালক থাক না পড়ে।