ইতি-উতি কিছু মেঘ;
হেথা-হোথা হয়ে আমার প্রদেশে এলো,
কিছু বৈশাখী মেঘ আবার;
অন্ধকারে ছায়া বাড়ানোর দায়ে বিতর্কিত হলো।
কিছু মেঘ লজ্জার আবির মুখে গোধূলির হিঙ্গুলি।
যমুনার অশ্রু ছেনে কিছু মেঘ ঘুরেফিরে -
হাজারকোটা শরৎ আকাশ মাঠে
অভিমানে চিরে চিরে শতধা হলো।
কুন্তল বিনুনি খসা মেঘবারি কিছু
জ্যোৎস্নার ঘোলা রোদে করি অবগাহন
কালান্তরে ভেসে এলো আমার প্রাচীরে
বৃষ্টি ধারায় তারা - অবনী ভেজালো।
অপকথা অবচন - অবশেষে তুমিও কি
পাঠাবে আমায় বলো সীমানার বৃন্দাবন?
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-৩৪) কাব্যগ্রন্থে প্রকাশিত।