বুনোফুল বনভূমে
ফুটেছে অনুলোমে
ঠিক যেন দু'টি চোখে
ঝরে পড়া পিচুটি
ঘন মেঘে ঝর ঝর
ত্রিতালেতে নির্ঝর
তরঙ্গ তুলে ধায়;
অশান্ত বিছুটি।
ছায়ানীড় তপোবন
ছন্দেতে নাচে মন
ছলনার অভিঘাতে
কেঁদে ফেরে তটিনী।
যেতে যেতে ফিরে চায়
আঁখি নীড় অভিধায়
কাশফুল শয্যাতে
শরতের মোহিনী।
শরত তো ঝরে যায়
প্রেমও সে সরে যায়
বাহুডোরে বাঁধো তারে;
ফসকে সে যেতে পারে
ফুলডোরে যদি বাঁধো;
তাও ছিঁড়ে যেতে পারে
মনডোরে রেখো বেঁধে
থাকবে সে মন-ঘরে।