কিয়ৎ শৃঙ্খলার নিস্তরঙ্গ অধিলিপি
সাজানো বিথানে রাখে শিথিল প্রাচীর
জন্মান্তরের প্রিয়তি - সুবোধ সুখ
আবেশে কাঁপে আরো কিছুকাল
জানি, অধিবাস তার বিদিশার নিশি-ধামে।
তারই অন্বেষায় টুটে অমল প্রহর, স্নিগ্ধ বিভাস
কত শত বন্ধুর প্রতিরোধে।
সুজনের ঝুরো ঝুরো বাতাস কাঁদে
যাপনের অভিলাষে
দিবস-নিশি কাঁপে সজনের পাতা ছুঁয়ে।
কত না দিবস হয়েছে বিলীন
মুগ্ধ তৃষার শেষ অবশেষ
বিনিসূতায় গাঁথা মালাখানি তখনো ঝুলে
বিনুনির কণ্টকমূলে।
অশান্ত মন প্রশান্তির করপুটে রাখে
দুফোটা তপ্ত বারি সুগভীর হতঃশ্বাসে।
দূরের পবন হাঁকে সুদূরের বার্তা
ক্লান্ত চরণ থামে হেলে, টলে...
ফুরায় না জীবনের কেনা অভিলাষ
নিশাবসানের প্রসন্নতায় চায় শ্রান্তির আবাস
যদিও সে তরণীর শেষ অভিযাত্রী।