হরেক কথার ছলাকলায় যে কথাটি হয় না বলা -
হৃৎসাগরের ছলকানীতে মনের কপাট হয় উতলা
সেই কথাটি শুনতে পরাণ কেন করে যে আনচান
শুনতে পেলে সেই ভাষাটি দুলে উঠে মন-প্রাণ
কী তামাশা!
ভোগের তৃষা মিটে গেলেই কমতে থাকে টান।
মধুর এমন সেই কথাটি হয় না বাসি শোনে
যার তরে মন অধীর প্রবল যায় শুধু দিন গোনে
মধুভাষের ঝরা সুধা প্রাণ জুড়ানো অপার তৃষা
প্রেমাস্পদের মনে জাগায় সম্মোহনের নেশা।
আজব নেশা -
দূরের মানুষ কাছে এলেই কমতে থাকে টান।
হৃদয়ের ফুলদানীতে সাজিয়ে ফুল তার আশাতে
অনাদরের নোনা জলে হয় না যেন বান ভাসাতে।
সংশয়ে কি অভিমানে নয় মরা আর নীল-বেদনায়
ত্যাগে ও বিশ্বাসে তারে ধরে রেখো মন-খাঁচায়।
উত্তম আশা -
কাছের মানুষ দূরে গেলেও কমবে না আর টান।