যা কিছু সাশ্রয় তা ই হল সঞ্চয়
খরচ হয়েছে যা - তা ই পরিত্যাজ্য
অর্থ কি সামর্থ অযথা ব্যয় অনর্থ
সঞ্চয়ে স্ফীত গোলা সম্পদ ও খাদ্য।
কথাও তো সম্পদ আছে যার মান ও দাম
বুঝেশোনে করো ব্যয় কথা কি'বা সম্পদ।
হারানো কথা আর ক্ষয়ে যাওয়া সম্পদ
কখনো ফিরবে না যতই মাথা কুট।
যত কিছু অর্জন হয়ে গেলেই তুচ্ছ
আরো বেশি পেতে মন নেড়ে চলে পুচ্ছ
পাওয়ার নেশা ভোগের তৃষা হয় না পূরণ পূর্ণ
তাইতো মনে নিত্য সাধ জাগে পুন পুন।
দন্ত-রসনায় ভোজ্য যা তা ই হয় খাদ্য
গিলে নিলে নিশ্চিত হয়ে যায় বর্জ্য।
আজ যা বিলাসিতা কাল তা ই ন্যায্য
কারো কাছে তা ই আবার অযথা পূজ্য।
কথা দিলে কারেও চেষ্টা করবো বলে
নিবার্য সফলতার শতভাগ হয় না পূরণ
ঊনশত ভাগের নিরঙ্কুশ অভাবে
ঘুচে না দুর্নাম; তা ই যে করেছি ধারণ স্বভাবে!