মাতৃ জঠরের উদ্গত ভ্রূণে যেদিন
রোপিত হয়েছিল প্রাণের প্রথম বীজ,
জীবনের শ্রেষ্ঠ ঘটনাটি ঘটেছিল সেদিন;
জন্মক্ষণের প্রত্যক্ষ সাক্ষী হবার সৌভাগ্য আমার...
আর এখন?
বিক্ষুব্ধ ঊর্মির অশান্ত বলয়ে অনিশ্চিত আয়ুর উদ্বায়ু জীবন!
মৃত্যুর মত আর একটি দুর্ভাগ্যজনক সেরা ঘটনার
সাক্ষী হবার সমূহ প্রচেষ্টায় বিদ্যমান প্রতিটি ক্ষণ,
অথচ প্রতি নিঃশ্বাসেই -
এ প্রান্ত থেকে ও প্রান্ত ব্যাপি ছুটছি নিখিল চষে
আর একটি মুহূর্ত আয়ু বাড়াবার!