নয় তো মনুষ, নয় সে মোটেও ধর্মভীরু
বক-ধার্মিক স্ব-ঘোষণায় সেজেছে ধর্মগুরু
একমুখী ভাবনার মোহান্ধ ধার্মিক
নারপশু সে যে; নয় কিছু মানবিক
খোদাই দোহাইয়ে ধর্মকে সে করছে কলঙ্কিত
বিশ্ব সভায় ধর্ম তাই আজ হচ্ছে নিন্দিত।
যে বান্দার প্রাণ কেড়ে নিল আজ পূণ্যকর্ম বলে
ভাবে না একবার; নিজে বেঁচে আছে কার ছলে!
জবাব কি সে দিবে; তার কী আছে অধিকার
কারো বাঁচা-মরার দায় আপন হাতে তুলে নেবার?
ধর্ম তো নয়, ধারণ করেছে সে মানুষ মারার পেশা
ধর্মের নামে জেগেছে তাই - লোলুপ হায়েনার রক্তনেশা।
ওরে আর নয়, ভীরু হার্মাদ কাপুরুষ দ্বিপদী জানোয়ার;
জাগছে মানুষ, জাগলে বিবেক পাবি নাকো কোন পার।
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
★ কবিতাটি আমার সম্পাদিত 'কাব্য কৌমুদী' (পৃষ্ঠা-১৫) ২০১৬, সংকলনে প্রকাশিত।