দেখি কালের বিস্মরণ
ঘুচিয়ে স্থাবর ভরেছি অঞ্চল
জগৎ সংসারের অলীক মায়ায়
বিস্তারে ভ্রম ধাঁধা প্রবঞ্চন।
বেঁচে থাকাই শ্লাঘনীয়
যদিও তা প্রপঞ্চ নির্ভর।
প্রপঞ্চের ক্ষুধা অমৃত সুধা
মিটল না হায়,
মিটল না জনম ভর।
সেই মহাভোগ এ কী
খেয়ে গেল ওরা মহাজন -
পাঁচ ইন্দ্রিয় নারায়ণ!