প্রেমের বিচিত্র রূপ যায় না তো বোঝা
তার হাসি বিনে লাগে সবই হাজা-মজা
নেই কিছু কাল তিথি, জাত পাত ভেদ
ছেলে-বুড়ো সাদা-কালো বোঝে না প্রভেদ।
হৃদয়ের কাছে হৃদয় রাখি দয়িতের আড়কোলে
মৌনভাষায় মনের কথাটি বলতে চায় প্রাণ খুলে।
প্রেম যদি হয় কারো জীবনের নিত্য দোসর
জীবন তার হয়ে উঠে অমৃত সুখের বাসর।
কাউকে হাসায় প্রেম কাউকে কাঁদায়
কখনো আঁচলে বাঁধে, সরোষে ভাসায়।
নয় হারা নয় জেতা নয় কুট-তর্ক
শিমুল আবেশে উড়ে ঢেকে দেয় অর্ক।
সব চাওয়া একদা যদি পাওয়া হয়ে যায়
খুঁজবে কি আর কিছু চেনা নীলিমায়?
কিছুটা আড়াল যদি ভাবনায় ছন্দ আনে
ফুরিয়ে কি লাভ বল আগেই তা জেনে?
____________________
⭐ কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-২৭) কাব্যগ্রন্থে প্রকাশিত।