যাযাবর স্রোতে চলেছি তো ভেসে অজানার পথে
নিয়তির টানে দিতে হবে পাড়ি অমোঘ সময় রথে।
ঘষে ঘষে ফুরায় জীবন উড়ে যায় আবেগের ধোঁয়া
ক্ষয়িত যাপন, একঘেয়ে সুরে জাগে বিষাদের ছোঁয়া।
শেষ করে শত আয়োজন ফুরালে সোনার জীবন
প্রাণের বীণা মিহি সুরে সেদিন করবে কি নিবেদন?
প্রলয় নিনাদে থামবে সুর কোলাহল, স্তব্ধ জীবন -
আয়োজন শেষ করে মরণেরে করবে বরণ।
বাড়ছে বয়েস কমছে আয়ু এটাই সত্য চিরন্তন
নিত্য লয়ের এই বিধিটাই অটুট বিমল-নিরঞ্জন।
দহন অঙ্গারে - ছাই সম পড়ে থাকা যত আছে ধূলি
ঝেড়ে মুছে যতন করে নিতে হবে তারে কোলে তুলি?
এরই নাম বাস্তবতা জেনো, এই তো বিধির স্বনন
সুখের দোলায় ভাসে কেউ, নয় করে কষ্টে তরণ।
থেমে গেলে নদীস্রোত যাপনের সব আয়োজন
অমিয় গরল পানে প্রস্তুত সবাই নিঃস্ব তনু মন।
এইতো জীবন ধর্ম - প্রত্যয়ের কঠিন ধারা
ঝঞ্ঝাবর্তে তবু খুঁজে সম্ভাবনার নবীন চারা...
অমৃত মন্থনে যদিও উঠে আসে কিছু বিষ
হোমশিখায় জ্বলুক নিভু প্রেম - ঘুমন্ত শুভ শিষ।
মানবিকতার ডাক দিয়ে যায় কবন্ধ সময়
বিবেকের খিল খুলে এ বুকে ধরি প্রত্যয়।
আটোসাঁটো স্বপ্নভূমে ঝুঁকে পড়ে সাঁঝের আকাশ
বিনিসুতোর গাঁথা মালায় থাক না প্রেমের বাতাস।