অলস সময় কাটছে, আজ কোন লেখা পোস্ট দেয়ার ছিল না। কবি বন্ধু খলিলুর রহমানের "পথ ও পথিক" পড়ে সেই কবিতার মন্তব্যসূত্রে সৃষ্ট ক'লাইন তাঁকেই উৎসর্গ করছি।
-----------------------------------------

পথিক আসে পথিক যায়
পথ আছে তার ঠিকানায়
বাড়ছে নিতি পথের শাখা
নতুন মুখের মিলছে দেখা।

পথ পড়ে রয় পথের বাঁকেই
আসা যাওয়া তার বুকেতেই
কেউবা খানিক আয়েস করে
পথটি থাকে আঁকড়ে ধরে।

রিলে রেসের অপর সাথী
এলেই থামে তারও গতি
রিক্ত হাত আর শূন্য দিঠি
পথ বলে যাও, দিলেম ছুটি।

পথ পড়ে রয় পথের বুকে
নতুন পথিক হাঁটে ঝুঁকে
তারও মেয়াদ ফুরিয়ে গেলে
নেয় সে আরেক বুকে তুলে।

এমনি তরো পথের খেলা
পথ মুছে নেয় মলিন ধূলা
যাত্রা পথের নবীন পথিক
পথ চলে, দিক রেখে ঠিক।
_______________________
🔯 চয়নিকা কাব্য সংকলন (পৃষ্ঠা-০৭) প্রকাশিত