কালের হিন্দোলে দুলেছি - অপারঙ্গম আমি
একটি কবিতার অনুমোদনের জন্যে
অপেক্ষা করেছি বহুকাল, লিখেছি তো কত গাথা!
সময়ের যাযাবর স্রোত গোগ্রাসে গিলেছে জানি
মননের পাতা, চেতনার সমূহ বোধ।
নিঃশেষে বিলীন হবার আগে তাই
গা-ঝাড়া দিতে চাই আর একটি বার।
কেউ কি আমার অনাসৃষ্টি পড়ে
উৎসাহিত করবে খানিকটা রস যোগাবার?
কালের কপাট ধরে এই সুরের ভুবনে
কতই তো গেয়েছি বেসুরা গান
অপজোয়ারে ভাসিয়েছি অনাসৃষ্টিগুলো
সময় বিধাতা আমায় করেছে করুণা
তোমাদের মাঝে তাই তিল-ঠাঁই পেয়েছি।
সকরুণ বিধিলিপি হাতে - অনাদি প্রহরে
সময়ের ডগা ছুঁয়ে হেঁটেছি নিরন্তর
আবিল রচনায় ভরে গেছি পাতা
অনাসৃষ্টির বৃষ্টিতে ধুয়ে গেছি নিয়মের বন্ধন
তোমাদের দেয়া সেই অধিকারে তাই
আজও বারে বারে শোনাতে চাই
মনে জাগা বাসনার এষণা প্রকার।