আসরের কবি স্বপ্নময় স্বপনের "পলাতক প্রশান্তি" পড়ে
মন্তব্যসূত্রে লেখা কবিতাটি তাঁকেই উৎসর্গ করছি।
--------------------------------------------

পলাতকা প্রশান্তির দ্যুতিময় আভা হাতছানি দেয়, প্রেষণার নন্দিত ঝলক বারেবারে সুর তোলে। ব্যাকরণহীন অজীর্ণ স্বপন কেমন সুখের ঢেকুর তোলে? বুঝি না - কী করে সময় এত দ্রুত বদলায়!পারি না ছন্দিত গতির প্রবাহে নিজেকে সামলে নিতে। যদি মন ফিরে চায়, জোছনার গলিত লাভায় আর একটিবার স্নানটুকু সেরে নিতে চাই -

সে-ই বোঝে; কত ধানে গজায় চারা, কত ধান পাখি খেয়ে যায়। কার না'য়ে কত ফুটো - কী করে বলি? তবু নাউ ঠিকই হাওয়া পায়! তরতরে স্রোত কেটে ঠিকই ধেয়ে যায়! বেদনার বিষণ্ন হাটে দুঃখ ফেরি করে কার কাছে করুণা লুটায়? কখনো দেখি না তার ছিরি-ছাদ কতটা বিলোল, কতটা প্রবল! তবুও হেঁটে যাই হাটুরে স্রোতে, জনতার তাপ মেখে গায়ে পা'য়!

খঞ্জ ভিখিরির অন্ধ লাজের প্রণায়াভিলাষ খোঁড়া-বোধ নয় কিছু, ভালোবাসার দ্যোতনা আছে তারও। প্রেমাভিলাষী কপোত বোঝে না জাত, বোঝে ভালোবাসা।