কোন ঘাতই নয় জীবনে
অভিভূতির কারণ
শিক্ষা থেকেই পাল্টাতে হয়
জীবনধারার ধরন।
অমল হাসির বিমল ছটা
দেখতে লাগে বেশ
হাসির সাথে মন মিশালে
সুখের নাই রে শেষ।
স্বপ্নের কোমল মাটি দাও ঢেকে
আজ, সবুজের পেলবতায়
দিগ্বিজয়ের ফুটুক ফুল
ক্লেদ-ক্লেশ আবিলতায়।
নিত্য-সংগ্রাম এই জীবনের
হোক না অহংকার
স্বপ্রেরণায় প্রাণিত হও, মন্ত্র শেখো -
মাথা তুলে বাঁচার।
জীবন সমুদ্র দিতে হবে পাড়ি
জেনো, নিতে হবে তরী পার
ভীতির কারণ হয় না যেন
সুমুখের ওই বাধা পারাবার।