কী যে তার মায়া,
দৃষ্টিসীমার আড়াল থেকেও
জাগায় মোহচ্ছায়া
কী যে তার প্রভা
জীবন আমার ভরিয়ে দেয়
আলোর ঝর্ণা-ধারায়
কী যে তার মায়া, মা-য়া।
তার সৌম্য উদার চাহনি
না দেখেও বুঝতে পারি
করছে চালন কে আমায়
যখন তারে ডাকি
দেয় না জবাব তখনি
অলক্ষ্যেতে পূর্ণ করে মনের বাসনাটি
জীবন আমার ভরিয়ে দেয়
আলোর ঝর্ণা-ধারায়
কী যে তার মায়া, মা-য়া।
সে জোনাক জ্বলা রাতে, দীপ্ত প্রদীপ হাতে
দেখিয়ে নেয় পথ আমারে গোপন ইশারাতে
প্রকাশে সে আসে না, স্পষ্ট হয়েও ভাসে না
তবুও কিছু বুঝতে পারি -
কী কথা সে বলতে চায়
আলার স্রোতে ভাসায়
আমায় নীরব প্লাবনে
জীবন আমার ভরিয়ে দেয়
আলোর ঝর্না-ধারায়
চোখের ‘পরে না থেকেও
জাগায় মোহচ্ছায়া
কী যে তার প্রভা
জীবন আমার ভরিয়ে দেয়
আলোর বর্ণ-মালায়
কী যে তার মায়া, মা-য়া।
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
প্রিয়শিল্পী শ্রীকান্তে'র গানের ছায়ায় - আমার এ দুর্বল প্রয়াস।