ভালোবাসা! খাসা বেশ! নেই তাতে প্রীতি লেশ
ঠোঁটে ঠোঁটে খেলে হোলি - ‘ভালোবেসে হবো বলি’
পথ ঘাট দেখে চলি, রাঙা হতে রঙ গুলি।
খুঁজে দেখো হৃদয়টা - পাবে না তা ছিটেফোঁটা
‘ভালোবাসা’র নেই ঠাঁই, দায় কিছু আছে তাই
শখে, ঠেকে খেলে যাই, অভিনয় করি তাই।
যখনই যা দিতে যাই প্রতিদান খুঁজি ভাই
পারি না তো ত্যাগী হতে, দাম চাই হাতে হাতে
যদি কিছু দিই পাতে, ফিরে চাই দিনেরাতে।
পেয়েছি যা দেখি না; কত আছে নিজ দেনা
কষে যাই হিসাবটা - রয়েছে কী বাকি-বাটা
যাকে দিই সে কতটা বুঝে পেলো হিসাবটা।
ভা্লোবাসা! কিছু না; দায়ে কেনা পাওনা
বীজ বোনে ফল চাওয়া, সার-পানি সেচে যাওয়া
পেলে ভাল জল-হাওয়া ...তৃপ্তির গান গাওয়া।
দিল্লির এ করতালি একহাতে বাজে না খালি
দুই হাতই মিলা চাই; খুলে ধরো হৃদয়টাই
লীন হ’ দু’জন দু’জনায় ‘ভালোবাসা’ পাবে ঠাঁই।