সবাইকে মহান ভাষা আন্দোলনের ঐতিহাসিক স্মারক –
‘অমর একুশে’র রক্তিম ভালোবাসা জানাই।
বাংলা-কবিতা আসরের কবিদের আয়োজনে সম্পন্ন হওয়া ‘মিলন চক্রে’ গত ১৭ ফেব্রুয়ারি শুক্রবারে অংশগ্রহণ করে যেসব বন্ধুরা নিজেদের মধ্যে পরিচিত হয়ে মত বিনিময় করেছেন, এই আয়োজনকে সফল করে তুলেছেন - তাদের অভিনন্দন ও শুভেচ্ছা। তাদেরকে আবারো সকৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি।
ভৌগোলিক কারণে ও ব্যক্তিগত অসুবিধায় যারা আসতে পারেননি অথচ আলোচনা পাতায় শত মন্তব্যে এবং ব্যক্তিগত ফেনালাপে সংহতি জানিয়ে একাত্মতা ঘোষণা করেছেন তাদেরকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। যারা আসতে পারেননি তাদের জন্য আরো একটি সুযোগ এখনো রয়েছে -
নির্ধারিত একটি মাত্র দিবসে অনেকেই উপস্থিত থাকতে পারবেন না বিধায় আগের ঘোষণাতেই পুনরায় মিলিত হবার জন্য আরো একটি তারিখ রেখেছিলাম। আগামী ২৪ ফেব্রয়ারি শুক্রবার বিকাল ৪:০০টায় আবারো আমরা বাংলা একাডেমীর মূল ক্যাম্পাস ‘নজরুল মঞ্চে’ মিলিত হতে যাচ্ছি। আপনারা সবান্ধব আমন্ত্রিত।
উল্লেখ্য, ইতোমধ্যে হঠাৎ করেই গতকাল একটি দিবস আমরা আমাদের প্রিয় এডমিন আশফাকুর রহমান পল্লবের সঙ্গে বইমেলায় মিলিত হবার সুযোগ পেয়েছিলাম। সেখানে কবিতা-আসরের অনেক গুরুত্বপূর্ণ বিষয়াদি আলোচনা হয়েছে। ‘মিলন চক্রে’ যোগদান করে আপনারা সেসব বিষয়েও অবগত হতে পারবেন আশা করি।
ভেবে দেখুন - আর একটা সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে না তো? সুতরাং, আর দ্বিধা নয়, মনস্থির করে ফেলুন; নিত্য জীবনের শত ঝামেলা/হুজ্জতি এড়িয়ে আসুন আমরা আবারো একে অপরকে খানিকটা জানার এই সুযোগকে কাজে লাগাই। বাংলা-কবিতা আসরের আন্তঃকবি সম্পর্ককে আরো জোরদার করি। আমাদের কাব্য আন্দোলন আরো সুগঠিত হোক। ধন্যবাদ।
অংশগ্রহণেচ্ছু বন্ধুদের নিম্নোক্ত ফোন নম্বরে সত্ত্বর যোগাযোগের অনুরোধ রইল।
ফোন নম্বর সমূহ:
কবি কবীর হুমায়ূন: 01733-990 965
কবি হুমায়ূন কবির: 01724-902 726
কবি রুনা লায়লা: 01625-938 138
ধন্যবাদান্তে আহব্বায়ক –
অনিরুদ্ধ বুলবুল: 01911-385 955
______________________________
---- আপডেট - ২১ ফেব্রুয়ারি (সন্ধ্যা ৭:৩০ মি.) ----
এ পর্যন্ত নিম্নোক্ত কবিবর্গ উপস্থিত থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন:
১) কবি কবীর হুমায়ুন
২) কবি হুমায়ুন কবির
৩) কবি আনোয়ার পারভেজ শিশির
৪) কবি খায়রুল আহসান
৫) কবি এ কে দাস মৃদুল
৬) কবি রূপন দাস
৭) কবি মাজহারুল ইসলাম লালন
৮) কবি কৌশিক আজাদ প্রণয়
৯) কবি লোকমান হাকিম
১০)কবি মুহাম্মদ মনিরুল ইসলাম মনির
১১)কবি ফরিদ হাসান এবং
১২) আমি - অনিরুদ্ধ বুলবুল
______________________________