একুশ কি গো নিছক প্রভাত ফেরী
বাহুবলে বেদীর চাতাল দখল করি?
রক্তের রঙ বিভেদহীন - শুধুই রক্তিম
একুশের চেতনা হোক সাম্য প্রতীম।
বাংলা আমার প্রাণের স্পন্দন
বাংলা আমার বোল
বাংলা ছাড়া কোথায় পাবো
শ্যামল মায়ের কোল?
ব্যক্তি নয়, নয়কো দলের গান
আজ চাই একটি মাত্র স্লোগান -
লাখো শহীদের আত্মত্যাগে
এদেশ যে হয়েছে মহিয়ান।
একুশ চেতনায় উজ্জীবিত হই
এসো মায়ের ভাষায় কথা কই
ভাষার অহংকার বুকে পুষি
যাবো বাংলাকে ভালোবাসি।
আজ শহীদ ভাইয়ের রক্ত শপথ
ত্যাজি শত বিভেদের ভ্রান্তপথ
বলি, আমরা তো এ মাটিরই সন্তান
অটুট রাখতে পণ; মাতৃভাষার সম্মান।