নিসর্গের কোলে মাথা রেখে ঘুমায় যে রাত
তার মাঝে খুঁজো নাতো প্রেয়সীর রাঙা হাত।
মননে চেতনে জাগ্রত অভিমানে কী কহে কথা
সুখের বাসরে যায় সে গেয়ে ব্যথার শোকগাথা?
নানামুখী বাসনার কোঁচড় পেতে আছি গুটিসুটি
জীবন বাঁকের তালগাছ; যেন সে একপেয়ে খুঁটি।
হৈমন্তি পাখি উড়ে যায় শীতের ওই আকাশে
কিচির-মিচির কলগান আবির রাঙা বাতাসে।
মসলিন কুয়াশা চাদরে ঢাকে অঘ্রান চাতাল
হিম শীতল সমিরণ দোলায় হৈমন্তি বিকাল।
তন্ত্র মন্ত্র ভজন যন্ত্র এক ভোজনেই সাবাড়
মশককুলের সারিগান নয়কো মোটে মজার।
আমি শুধু আমিময় তুমি নেই আঙিনায়
ব্যথাক্ষরা রাত্রি বুকে দূরে আছি দুজনায়
তোমারে ভাবায় কিগো আমার বিরহ কভু
আমার ভাবনা কি জ্বলে আজো নিভু নিভু?
স্মৃতির পোস্ট মর্টেম বন্ধু নয় কোন শৈলকলা
বিড়ম্বনার তালগাছ ছড়ায় বিষাদের ডালপালা
সুখের ঘরে চাবি এঁটে থাকো না-হয় সুখ বাসরে
অনাহুত আগন্তুক এক উঁকি না-দিক সেই আসরে।