শ্রাবণে তোমার মেঘ সহসা জটিল
বরাবর হাঁটে নীলাদ্রির মোহনা ধরে
শব্দের বিরস জটে কাটে একেলা দিবস
সন্তাপ হৃদয়ে খেলে ক্ষোভের গোল্লাছুট।

কিছু অভিমান মূঢ় মুক সম
জেগে থাকে কিছু অলখে
নোনাজল হয়ে ঝরে যায় কিছু
তবু কিছু রয়ে যায় বুকে চাপা নিঃশ্বাসে।

গান হয়ে উড়ে কিছু তার
মন বলে ‘পাখি, রাখিয়ো যতনে ঢাকি’
প্রীতির এ রাখী কখনো ফেলো না খুলি
অন্তরে ব্যথা যদিও ফুঁসে উঠে বারে বারে।

মুহূর্তের শূন্যতা যদি চিত্তে জাগায়
নিদাঘ যাতনার বহ্নি প্রলয়ও কিছু
ত্যাজি অনুযোগ মান অভিমান ডেকে নাও কাছে,
রিক্ত হৃদয় জুড়াবে দেখো রাখীডোরে বাঁধা হলে।