নিঃস্ব শুধুই রিক্ত যে’জন
চারপাশের এই দুনিয়ায়;
নেই তো কোন জন-মানব, বন্ধু-স্বজন,  
সুর-কোলাহল প্রেমের শাসন তিক্ত ভাষণ
শ্যামল বীথির ছায়া ও
জায়া দুলাল মায়ের কথন।

স্বজন-হারা বিজন ফাঁকা -
’নিজেই নিজের’ শুধু একা
স্বার্থপরের নগ্নস্রোতে চলছে ভেসে ভগ্ন হৃদে
উল্টোরথের যাত্রী সে ভাঙছে পথ তিমিরে
আলোর পরশ ফুলের সুবাস
দেখবে কীরূপ ঘোর কহরে?

ভাবাবেগের কালো চাদর
ঘিরছে হায় যার চেতনা -
তীর হারায়ে তরীটি তার হারায় সুদূর অচেনায়!
কী হাহাকার নিত্য ঝরে, হুতাসনের তপ্ত বায়
পুড়বে কি তার জীবন তরী
সপ্ত-সিন্ধুর কিনারায়?

-----------------------------------------
* কবিতাটি ‘স্বপ্ন কাজল’(পৃষ্ঠা-৩১) ২০০৯, কাব্যগ্রন্থে প্রকাশিত।