অন্ধকারের বন্ধ দ্বার খুলে দে রে আজি
শত ফুলে সাজিয়ে নে জীবনের সাজি
মুক্ত গবাক্ষ তোর ভর আলো হাওয়ায়
আলোকের ফুল ফুটুক অসীম চেতনায়।
দেখ রে কেমন প্রাণ উদারী প্রাণের খেলা
আশিস কুড়া, ভরে নে তোর জীবন ভেলা
মুক্তজ্যোতি উদ্ভাসে যদি অঙ্কুর কিশলয়ে,
সুখ-ফোয়ারায় সিক্তমন ভরবে চিত্তজয়ে।
আলোকের হীরক-চ্ছটা ঝর্ণা প্রতুল ধারায়
ক্ষীণ শিখা দীঘল প্রাতে যেমন সাহস যোগায়
তেমনি রে তোর দৃপ্ত চরণ ছন্দিত হোক পথে
নন্দিত হ' মুক্তধারায় চড় রে আলোর রথে।