স্বপ্নের ঠিকানা জানা নেই, জানি না তার আদিবাস
মহাকালের নিস্তব্ধ সীমান্তে যাপনের শালীন আকাশ
তন্তুমিহিন নীরবতায় ধূসর অতীত ফেঁসে আছে
এক্রাইলিক স্মৃতির ওমে এখনো সতেজ
না-লায়েক তিমিরে গড়া স্বপ্ননিবাস।
নির্মোহ দৃষ্টি কখনো সরে কখনো বাঁধা পড়ে
তৃষিতের কণ্ঠনালী পোড়ে সুখের খরায়
স্মৃতি হয়ে জেগে থাকে আধোঘুম নীরবতায়
নিঃসিক্ত ব্যথাকলি তারাজ্বলা দীপাবলি
প্রাণ খুলে তাই আজ যেন করে উল্লাস।
মনপোড়া বেদনার হিমবাহ কঠিন আকরে ঢাকা
কী করে পাবে সে ফাগুন বসন্তের ওম-পরশ?
দীনবাসে কায়-ক্লেশে কাটে তার খিন্ন প্রহর
সীমান্তে উঁকি দিয়ে যায় আশার প্রভাত -
দিব্য জ্যোতির এক অমোঘ বিভাস।