আবার এসেছে ফাগুন ঢালবে আগুন কৃষ্ণচূড়ার বনে
লাল পলাশের আগুন আভা জ্বলবে সবার মনে
আজ কত সুখেই কইছি কথা ভাষার ললিত মেখে
ভাইরা আমার লড়ে গেছে জীবন বাজি রেখে।
ফাগুন-ডালে কোকিল যখন গাইছে আপন বোল
ও বিধি আজ কেন গো মায়ের ঘরে ঝরছে রোদন রোল?
মায়ের ভাষায় হাসতে কাঁদতে হলো যারা লাশ
তাদের রক্তেই কেনা মোদের বুকভরা এই শ্বাস।
লাল পলাশ আর কৃষ্ণচূড়ায় একুশ বেদনার
আজ ভাইয়ের বুকের রক্তে ভেসে একুশ হাহাকার
একুশ আমার গর্ব অসীম একুশ অহংকার
একুশই তো বাংলা মায়ের প্রতীক অলংকার।
আজ ধনে-মানে সেজেছে মা কী অপরূপ সাজে!
সুখের দিনে ভাইয়ের ব্যথা বুকে বড় বাজে।
ও ভাই প্রাণের চেয়ে দেশ বড় যে দেশের চেয়েও মান
আমার মায়ের মান রাখতে হও হে আগুয়ান।
বিশ্ব-সভায় পেয়েছি আজ সেরা আসন ভাষার সনদ নিয়ে
তারই তরে ভাইরা দিলো তাজা প্রাণ বিলিয়ে।
সেই ভাষা মোদের গর্ব অসীম প্রাণের চে’ও বড়
এবার ভাইয়ের রক্তের শপথ নিয়ে দেশটা সবাই গড়ো।