আমার সাময়িক অনুপস্থিতির জন্য দুঃখিত।
আসর বন্ধুদের জ্ঞাতার্থে অধমের বিনীত কৈফিয়ত
ছড়ার ছন্দে পেশ করছি।
ভালো থাকুন বন্ধুরা। কবিতার সাথেই থাকুন।

দিচ্ছি ক'দিন ফাঁকি
তবু,  চলছে উঁকিঝুঁকি
আসবো আবার ফিরে
আসর কবির ভীড়ে।

কোথায় এমন ঠাঁই
আসর খুঁজে পাই
এই ধরণীর তীরে?
আসবো আবার ফিরে।

----------------------------
পুরানের গ্লানি মুছি সফলতা রেখে
নতুনেরে বরণ করি এসো হাসি মুখে।

শুভ নববর্ষ!!
আনন্দে ঘেরা সম্ভাবনাময় হোক নতুন বছর -