দেখি না মানুষ,
কে নয় বেহুঁশ স্বার্থের জড়া-জালে
ডানে ও বাঁয়ে,
ওই ক্ষীণ বাঁকে কিংবা খেয়াঘাটে;
বৃথা তবে সুদ কষা দেনা-পাওনার!
আপনার ‘আমি’ মগ্ন আমাতেই
সুখ খুঁজি হেথা সুখ পরিহরি।
স্বার্থের চূড়ায়
ফেঁসে যায় যেন
হৃদয়েরও রক্তস্রোত।
ভুলেই গেছি;
কবে যেন আমিও ছিলাম
এমনি মানুষ, ছিল চিতে সুখ;
মধুময় স্মৃতি আবেগ সোহাগ
প্রেম জ্বালা স্নেহ-বোধ,
মধুময় দিনবাস
সাজাবার আকুলতা
জড়ির মোড়কে বাঁধা
অলীক স্বপন – সুখের পায়রা হবার।
আবেগের সুতোয় বোনা
সুখ সুষমার মালা,
কাজল টানা চোখের মিনতি
স্বজনের আকুতি –
মুছে যায় স্মৃতিসুখ জীবনের রঙ
আজ তাই অবেলায় ধূসর আলোয়
গুনি না তিথী মাস,
দিন কাল ক্ষণ।
- - - - - - - - - - - - - - - - - - - - -
* কবিতাটি ‘স্বপ্ন কাজল’(পৃষ্ঠা-৩৪) ২০০৯, কাব্যগ্রন্থে প্রকাশিত।