এই মন অভিলাষে হারায় সে কোন বাঁকে
ঘনঘন সময় তার রূপ বদলায়।
যারে চেয়ে পাই নাই, আনঘরে নিয়েছে ঠাঁই
মিছেই স্মরণে তার করি আইঢাই!
চেয়ে বা না-চেয়ে যারে পেয়েছি জীবন নীড়ে
সে তো নেই মনোঘরে
রঙ তার ধুয়ে মুছে যায়!
যে গো, জুড়ে আছে জীবনের প্রতিটি ভাঁজে
যারে বিনা ছন্দ আসে না কাজে
কোন সুরই উঠে না বীণায়
সে তো নেই ভাবনায়, আজো তবে
হারানোকে ভেবে যাই?
সুখনীড়ে অসুখের কাঁটা খুঁজে পাই!
জীবনের রঙ কেন ধুয়ে মুছে যায়!
যে প্রেম হৃদয়ে ধরি হোক না তা তাকে ঘিরি -
রয়েছে যে জীবনের প্রতিটি বাঁকে।
নবায়নে পুরোনেরে করি রং দিবানিশি
প্রাচীনের রোশনায় যেন তারে
আরবার নবরূপে ফিরে পাই
হারানো প্রেমটিরে সুখে-দুঃখে বেদনায়
জীবনের রঙ যেন ধুয়ে মুছে নাহি যায়!