ঘুরছে গ্রহ ঘুরছে তারা
ঘুরছে সাথে প্রাচীন ধরা
বাড়ছে বয়েস মহাকালের
কমছে আয়ু দিন যাপনের
শান শওকত মোর আরো চাই।
বাড়ছে বয়েস হচ্ছি বুড়ো
দায় মিটানো হয়নি শুরু
বাড়ছে যতই ঋণের বোঝা
কমছে না তো স্বার্থ খোঁজা
থামছে না হায় খাই খাই।
এ কি খেলা খেলছি নিতুই
গিনির খোঁজে চষছি যে ভূঁই
কারে মারি কাকে ঠকাই
করছি কতই ধানাই পানাই
পাড়ের কড়ির যোগাড় নাই!
ছিলাম অবোধ আছিও তাই
স্বার্থ খোঁজায় নেই কামাই।
দিনের শেষে সন্ধ্যাকালে
কুড়ানো ধন যাবো ফেলে
তবু স্বার্থ খোঁজায় নেই কামাই।