রঙধনু আলপনা, শুধুই কি কল্পনা
মনে আঁকা দয়িতের আশা? জানি চাঁদ!
ও চাঁদ, ফাঁকা মাঠ দূরে কেন?
ফিসফিস কথা কও নিভৃতে গুনগুন গাও
কিন্নরী সুর তুলে শ্যামের বাঁশিটা বাজাও।
ভালোবাসা যদি ওই কৌমুদী বন্যায় ভাসে
মন ছুঁয়ে পাশাপাশি থাক তবে দুজনায় বসে।
যে কথা বয়ানে বিভোল, আনত নয়ন
একান্ত আবেশে কপোল শরমেতে রাঙে
লাজের চামর চুমে তন্দ্রায় হও ঢুলুঢুলু -
ভালোবেসে যারে দাও মায়া ভরা জোছনা
প্রকাশেতে বুক ফাটে মুখ তবু ফোটে না।
সময় হারালে জেনো; পাবে না তা ফিরে
লগ্ন যে যায় বয়ে আবেশের নদীটি ধরে।
যে প্রভা পেয়েছ সূর্যের কাছে ধারে উধারে
তাই তুমি বিলিয়ে দাও অবনী মেয়েরে
তীব্র দাহনে রোদের, পুড়াও বদনখানি -
আলোড়িত বারিধী সে তোমার বিমূর্ত ইন্ধনে
জোনাকী জ্বলে মরে কৌমুদীর নিষ্ফল ক্রন্দনে।
প্রিয় বিরহে তোমার কাটছে না রজনী!
কী আশায় জেগে আর থাকবে হে সজনী?