যেসব বন্ধুরা পাতায় আসেন কবিতা পড়েন না, এই কবিতা তাদের জন্যে। আসরে কবিতা পড়লে কী উপকার হয় দেখুন। এই কবিতাটি কবি বন্ধু খলিলুর রহমানের 'চিঠির কান্না' কবিতা পড়ে মন্তব্য লিখতে গিয়ে সৃষ্ট। তিনিও আবার তাঁর কবিতাটি লেখেছিলেন অপর গুণী কবি নূরুল ইসলামের কবিতা - 'একটি চিঠি' পড়ে অনুপ্রাণিত হয়ে। এরূপ সৃষ্টি আমার পাতায় বেশ কিছু আছে। উল্লেখিত দুই গুণী বন্ধুর কাছে ঋণ স্বীকার করতে কবিতাটি তাঁদের নামেই উৎসর্গ করছি।
___________________________________

রোদে পুড়ে শিশির ছুঁয়ে ক্লেদ-জং মাখি সারা গায় 
রং-চটা চিঠির বাকসোটি আজ আছি পড়ে হেলায় 
কালের স্রোতে তোমরা তো এগোলে 
অদৃশ্য বাকসো এক নিয়েছো দখলে 
লাগে না কাগজ, না লাগে কলম, লেখো না পাতায়। 

যৌবন আমার ক্ষয়ে গেছে কবে তোমাদের সেবায়
জাদু-বাকসোর মোহে পড়ে সবাই ভুলেছো আমায়
কত কথা স্মৃতি সুখ ধরেছি জঠরে
ক্ষুধা ভয়ে আজ কাঁদি শঙ্কা বিদরে
হালফিল সাথী পেয়ে মোর পানে কে বা ফিরে চায়?

তোমাদের হেলাফেলায় মন তাই কাঁদে নিরবধি
সদয় মমতায় মোর হাহাকার কেউ বুঝতো যদি
আমারই এক ভাই সে ছিল টেলিগ্রাফ
নিজেকে বিকিয়ে আজ করছে বিলাপ
জাদুর বাকসে করছো প্রণয় তাই আমিও কাঁদি।

দিন তো যাবেই কেটে রাতকে দাও আসতে
কাঁচুলি বন্ধন ছিঁড়ে নামো আবেগের স্রোতে ।
আমার দিন কাটে ভাবনায়
যদি সময়ের রূপ বদলায়
কবে আবার টানবে বুকে প্রণয়ে ও প্রীতে!