সে-কি আশা! ভালোবাসা, মনের দিঠি
স্বপ্নের খেলাঘরে যেন আজ পেলাম চিঠি!
কুমকুম সন্ধ্যায় ছবি এক আঁকি মনোলোভা
হৃদয় মুকুরে ভাসে তার সুবরণ আভা!
অমারাতের তমশায় লাগে চোখে ঘোর
নিশাদের বাণ জাগায় বিষাদের সুর।
অপলকে রূপ দেখা ফুরাতে না চায়
যত দেখি তত চাই আশা না পুরায়।
জীবনের কোন ভাগে মরমের অনুরাগে
যদি দেখি; কেউ আমার বিরহে জাগে
বিগলিত সুরধারা মনে প্লাবন আনে
ফের চাই খুঁজে পাই জীবনের মানে।