স্বপ্নাবাদে ভালবাসার চাষ চলুক জীবন পর্বে
প্রীতির রেণু গায় জড়িয়ে বুক ভরে নিই গর্বে।
স্বপ্নের চাষবাস - নক্ষত্র খচিত বর্ণিল আকাশ
রোদেলা নূপুরে বাজে - হৃদয়ের দীর্ঘঃশ্বাস।
আস্থা ভরসার ফুলগুলো স্বপ্নে বোনা নকশি কাঁথা
গায় জড়িয়ে ভালই কাটে ভুলে দুঃখ, ব্যর্থগাথা!
এমনি করে যাচ্ছে বেলা গাঙশালিকের ছায়া পিছে
বৃথাই খোঁজা সারাবেলা, যা মিলে সব দেখি মিছে।
ব্যস্তবাগিস নীল সীমানার অস্তরাগে জ্বালিয়ে রবি
আমলকি সুখ বৃন্দাবনে জেগে থাকে আশার ছবি।
নামেনি এখনো সাঁঝের আকাশে রক্তিম গোধূলী
লাভের তৃষায় বন্ধ হয়নি ভালোবাসার ঘুলঘুলি।
জীবন নদীর দোদুল দোলা কাল-বিনাসী কালবেলায়
পাহাড়-নদী-ভাবনা-গিরি ব্যথা-জ্বালায় মুখ লুকায়
প্রলিপ্ত প্রহর জুড়ে চলছে হিংস্র শকুনের উড়াউড়ি
বিপন্ন আকাশ খোঁজে ভালোবাসার সুতোকাটা ঘুড়ি।