স্বপ্ন নাহয় থাক তোলা ওই ঘুমের কুলঙ্গিতেই
জেগে থাকো নিশিপান্থ নিশান্ত শিরায়
রাতজাগা কষ্টের সাথী হোক তবে আপন ছায়া,
জানবে না কেউ, বোঝবে আর কে বা
ঘাটে মাঠে বাটে ব্যাকুল তৃষায় তাড়িত
তোমার চির-দুরূহের দুর্বোধ্য ব্যাকরণ?
যে ব্যথা বোঝের অগম্য কুয়াশায় মোড়া
যে তৃষা হারায় অনন্ত বলয়ে
তা নয় কোন আর্তনাদ কি বা অভিমান?
এক বুক কষ্ট চেপে কার প্রতি
নিদারুণ ক্ষোভে 'হারাধন' চাও হারিয়ে যেতে –
ওই দূর আকাশ তারায়?
বেঁচে যাবার স্বস্থিতে কে তখন তৃপ্তি বোধ করে?
কেউ তো জানে না, কী দুঃখে নিকষ কালো রাতেও
আরক্ত ভালবাসার মুক্ত অলিন্দে প্রবেশের
আলো চায় না পথিক?
তা কি ভালোবেসে ভালোবাসা না পাওয়ার বেদনা
না কি ভালোবাসা থেকে পালিয়ে বাঁচার গ্লানি?