দিন আসে কিছু কিছু অতি বিদঘুটে
বিষাদিত রাতগুলো বড় ঘুটঘুটে
জীবনটা কখনো লাগে অম্ল-মধুর
আয়েশেও তুলে সুর বেদনা বিধুর।
জীবন কখনো সুখের প্লাবনে ভাসায়
কখনো দোলে তা-ই আশা নিরাশায়
আলোহীন, আশা নেই; স্বপ্ন উধাও
স্বপ্নের কাঁঠি খুঁজে পাই না কোথাও।
বিনিসুতোয় জাল বোনা জীবনের কাজ
সে জাল জড়িয়ে গেলে পড়ে মাথে বাজ।
আশা-নিরাশার দ্বন্দ্বে ভাসে এ জীবন
বৃথা কেন খোঁজে মরা সুখের ধরন?
স্বপ্নের পাদদেশে সৃষ্টির প্রতিভাসে
স্মৃতির ফালি-চাঁদ কখনো যদি ভাসে
এঁকে যাবো কিছু সুখ হোক তা অলভ্য
যায় যাক, মুছে যাক অদেখা ভবিতব্য।
সংকট দ্বিধা মোর না-ই কাটে যদি
ঘুমঘোরে থাক তবে স্বপ্নের ভরানদী
তবুও তো গড়ে যাই জীবনের কাব্য
দেখবো না কতটা নাব্য কি অনাব্য।