সময় বিধাতা করেছ আমায় কালের প্রতিভূ
তোমার নিমিত্তে অপূর্ণ জীবন খুইয়েছে তাবত বোধ,
বিবিধ চেতনার সুরেলা পরশ মাখা ছিল গায়
নিয়তির হাটুরেবিলাস এ কি! মানবজমিন করেছে গ্রাস।
তোমার স্রোতে ভেসে ভেসে হয়েছে লীন,
কালের সকল ত্রাস। কত কি যে জীবনকে যায় ছুঁয়ে -
কখনো হাসায়, কখনো কাঁদায়
বিষাদে মোড়ায় আবার কখনো ভাসায়...
গুটিগুটি হেঁটে কেমন ধারায় যাচ্ছি চলে
কবর পানে! কোন সে টানে নিয়তি যে
তুলছে টেনে বিদায় যানে, যাবেই নিয়ে ওই ওপারে
পারছি কি আর রাখতে ধরে এই আমারে?
জীবনের অপর নাম; বহতার সংগ্রাম
এষণা জাগিয়ে হৃদে, ছুটে চলি হর্ষ প্রীতে
যতকিছু বাঁধাবলি দুপায়ে যাই যে দলি
মৃত্যুতে থামে সে রথ, শেষ যার পরিনাম...
কারো তরেই থাকে না থেমে, হয় না ব্যাহত
সূর্যোদয় কিংবা সূর্যাস্তের কিছু
রাতের আস্তরে পড়ে না ঢাকা দিবসের বাস্তবতা,
যাপনের ধারাপাত, উত্থান কিবা পতনেরও সম্পাত।