দুঃস্বপ্নের কোন এক বিবাগী রাতে হঠাৎ উঠি জেগে
আনমনে অবচিতে ঠেকাতে পতন ‘প্রপাত ধরণী পাতে’
আচম্বিতেই করি স্থির দ্বিধা পরিহারে:
বৃথাই জীবনের সুর নানা কলরব, জাগতিক তোড়জোর
শত আয়োজন... ছুটে চলে মহাকাল অন্ধ আবেগে
তবুও স্বপ্ন দেখা, খুঁজে ফেরা বিবিধ বাসনারে।
গোধূলির শেষ আভায় বসে খোলা জানালায় -
চারধারে কত রঙ খেলে যায়, কত ঘটা-মহড়ৎ
গন্ধ ছড়ায় কত বনস্পতি মহুয়া বকুলের
কত পাখি গায় সুরে কত নদী ধায় ধীরে
একা বসে বিজন স্রোতে, বন্ধু ছাড়া স্বজনহারা,
আপনারে ঘিরে দেখি - নেই কিছু প্রয়োজন!
সময়-পায়ে পরায় বেড়ি কোন সে অচিন রাত
প্রশ্ন মিছিলে থাকে জেগে আশার কিছু স্বর্নালী প্রভাত
হবে না কেউ এ জগতে কারোরই মনের মত
নিজেই কি পেরেছি হতে আপনার ইচ্ছেমত?
কেয়া পাতায় দিতে পাড়ি তৈরী আছি এই বেলায়,
যায় রে ছুটে দেহ ছেড়ে প্রাণভ্রমরা কোন ধরায়?